ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাসের হার ৮৯.০২ শতাংশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২২
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাসের হার ৮৯.০২ শতাংশ

ময়মনসিংহ: ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষা- ২০২২ এর ফলাফল প্রকাশ হয়েছে। এতে পাশের হার ৮৯.০২ শতাংশ।

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. শামসুল ইসলাম এ খবর নিশ্চিত করেছেন।  

এতে জানানো হয়, এবারে বিভাগ ভিত্তিক পাশের হার বিজ্ঞান বিভাগে ৯৮.১৮, মানবিকে ৮৩.৩৫ এবং ব্যবসায় শিক্ষা ৯০.৪৪ শতাংশ।

জানা যায়, এবার এসএসসি পরীক্ষায় ১ হাজার ৩০৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের  ১০ লক্ষ ৯ হাজার ৯৫২ অংশগ্রহণকারী শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় পাশ করেছেন ৯৭ হাজার ৮৮২জন।  

এর মধ‍্যে জিপিএ-৫  পেয়েছে ১৫ হাজার ২১৬ জন। এদের মধ্যে ছাত্র ৬ হাজার ৭৬৮ এবং ৮ হাজার ৪৪৮ জন ছাত্রী পেয়েছে জিপিএ-৫।  

এছাড়াও জেলা ভিত্তিক পাশের হার, ময়মনসিংহ জেলায় ৮৮.৯০, নেত্রকোনা, ৮৮.৫৯, জামালপুর, ৮৯.৫২ এবং শেরপুর ৮৯.১৪ শতাংশ।  

সেই সঙ্গে এই শিক্ষা বোর্ডের অধীনে ৬৪টি শিক্ষাপ্রতিষ্ঠান শতভাগ কৃতকার্য হলেও একটি প্রতিষ্ঠানে ফেল করেছে সবাই। তবে প্রতিষ্টানটির নাম তাৎক্ষণিক জানা যায়নি।  

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২২
জেইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।