ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ছয় পৌরসভা-উপজেলায় ভোট ১২ ও ২১ জুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৩
ছয় পৌরসভা-উপজেলায় ভোট ১২ ও ২১ জুন

ঢাকা: আগামী ১২ জুন একটি উপজেলা ও দুটি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। আর তিনটি পৌরসভায় ২১ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোমবার (৩ এপ্রিল) ১৭তম কমিশন বৈঠক শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম এ তফসিল ঘোষণা করেন।

তিনি বলেন, ময়মনসিংহের তারাকান্দা উপজেলা, কক্সবাজার সদর পৌরসভা ও নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে ১২ জুন ভোট।

এছাড়া বগুড়ার তালোড়া পৌরসভা, টাঙ্গাইলের বাসাইল পৌরসভা ও নারায়ণগঞ্জের গোলাপদী পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত ২১ জুন অনুষ্ঠিত হবে।

ইসি সচিব বলেন, সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার পার্শ্ববর্তী জেলা নির্বাচন কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। বিস্তারিত পরে জানাবো হবে।

বাংলাদেশ সময়: ১৪২৫ ‍ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২৩
ইইউডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।