ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

নওগাঁ-২ আসনের নির্বাচন বাতিল

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৩
নওগাঁ-২ আসনের নির্বাচন বাতিল সদ্যপ্রয়াত নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক

ঢাকা: বৈধ স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক মৃত্যুবরণ করায় নওগাঁ-২ আসনের সাধারণ নির্বাচন বাতিল হয়েছে। এই আসনের সাধারণ নির্বাচনের ফের তফসিল হবে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক, যার প্রতীক ছিল ঈগল, সকাল ৫টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। তিনি একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মৃত্যুবরণ করলে রিটার্নিং কর্মকর্তা গণপ্রতিনিধিত্ব আদেশের ১৭ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন বাতিল করবেন। পরবর্তীতে নির্বাচন হবে।

ইসির অতিরিক্ত সচিব আরও বলেন, বর্তমানের বৈধ প্রার্থীদের প্রার্থিতা থাকবে। তাদের নতুন করে মনোনয়নপত্র দাখিল করতে হবে না। পুনরায় তফসিল হলে নতুন করে অন্যরা মনোনয়নপত্র দাখিল করতে পারবে। এই আসনে কবে ভোট হবে তার তফসিল পরবর্তীতে কমিশন সিদ্ধান্ত দেবে।

অন্য এক প্রশ্নের জবাবে এই কর্মকর্তা বলেন,  এখন পর্যন্ত ৭ জানুয়ারি ২৯৯ আসনে ভোট হবে।

আরও পড়ুন >> প্রার্থিতা ফিরে পাওয়া নওগাঁ-২-এর স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যু

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৩
ইইউডি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।