ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

নৌকায় ভোট চাওয়ার অভিযোগে কুসিকের প্রধান নির্বাহী কর্মকর্তাকে শোকজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৪
নৌকায় ভোট চাওয়ার অভিযোগে কুসিকের প্রধান নির্বাহী কর্মকর্তাকে শোকজ

কুমিল্লা: নৌকা প্রতীকে ভোট চাওয়ার অভিযোগে কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ছামছুল আলমকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।  

কুমিল্লা-৬ সদর আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান যুগ্ম জেলা জজ মো. সিরাজ উদ্দিন ইকবাল তাকে শোকজ করেন।

এ ব্যাপারে মঙ্গলবার (২ জানুয়ারি) প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ছামছুল আলম বলেন, আমি সরকারি কর্মকর্তা। আমি কেন নৌকা প্রতীকে ভোট চাইতে যাব? এগুলো বালখিল্য অভিযোগ। এখনও শোকজের কপি হাতে পাইনি। কপি হাতে পেয়ে বিস্তারিত বলতে পারব।

গত ১ জানুয়ারি দেওয়া শোকজ নোটিশে উল্লেখ করা হয়, কুমিল্লা-৬ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা রিটার্নিং অফিসার বরাবর একটি অভিযোগ দেন। ওই অভিযোগের কপি (অনুলিপি) নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে পাঠানো হয়। এর ভিত্তিতে কমিটি অনুসন্ধান চালিয়ে অভিযোগের সত্যতা পায়।  

এজন্য কুমিল্লা সিটির প্রধান নির্বাহী কর্মকর্তাকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। যাতে বলা হয়েছে, কুমিল্লা সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা হওয়া সত্ত্বেও আপনি বিগত ২৭ ডিসেম্বর কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে নৌকা প্রতীকের পক্ষে ভোট চান। এছাড়া আপনি সরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নৌকা প্রতীকের পক্ষে ভোট চাইতে গিয়েছেন ও যাচ্ছেন। কিছু শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ থাকা সত্ত্বেও শিক্ষকদের ডেকে এনে নৌকায় ভোট চাচ্ছেন। আপনার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে আগামী ৩ জানুয়ারি নির্বাচনী অনুসন্ধান কমিটি, কুমিল্লা-৬ এর অস্থায়ী কার্যালয় ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, কুমিল্লায় গিয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হলো। ওই দিন সশরীরে কিংবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে লিখিতভাবে ব্যাখ্যা দিতে হবে।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।