ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ঢাকা মহানগরে যেসব প্রার্থী এগিয়ে

বাংলা নিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
ঢাকা মহানগরে যেসব প্রার্থী এগিয়ে

ঢাকা: ঢাকা মহানগরের আটটি আসনে অধিকাংশই নৌকা প্রতীক এগিয়ে রয়েছে।

রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টায় বিভাগীয় কমিশনার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা শুরু করেন বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।

সর্বশেষ পাওয়া ফলাফল অনুযায়ী, ঢাকা ৯ আসনে নৌকা প্রতীক নিয়ে সাবের হোসেন চৌধুরী এগিয়ে রয়েছেন। ৩৭টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফলে নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১৭৪০৯। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীক পেয়েছেন ৫৩০।

ঢাকা ১০ আসনে ৩০ কেন্দ্র নৌকা প্রতীক নিয়ে ফেরদৌস আহমেদ পেয়েছেন ১২৪০৫, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল পেয়েছেন ২৮০।

ঢাকা ১৩ আসনে ৫০ কেন্দ্রে নৌকা প্রতীক নিয়ে এগিয়ে আছেন জাহাঙ্গীর কবির নানক। তিনি পেয়েছেন ৪০ হাজার ২৭০।

ঢাকা ১৫ আসনে ৫০ কেন্দ্রে নৌকা প্রতীক নিয়ে এগিয়ে রয়েছেন কামাল আহমেদ মজুমদার। তিনি পেয়েছেন ১২৭০০।

ঢাকা ১৭ আসনে নৌকা প্রতীক নিয়ে এগিয়ে রয়েছেন মোহাম্মদ আলী আরাফাত। মোট ২৭ কেন্দ্রে তিনি পেয়েছেন ১০৪৮৫।

ঢাকা ১২ আসনে নৌকা প্রতীক নিয়ে এগিয়ে আছেন আসাদুজ্জামান খান কামাল। সর্বশেষপ্রাপ্ত তথ্য অনুযায়ী ৬৫ কেন্দ্রে তিনি পেয়েছেন ৪৪ হাজার ৪০৫।

ঢাকা ৮ আসনের নৌকা প্রতীক নিয়ে এগিয়ে রয়েছেন আ হ ম বাহাউদ্দিন নাসিম। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী ১০টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ৩৯৯৬।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
টিএ/ এমকে/এসসি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।