ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

নারী আসনে নির্বাচিত ৫০ জনের নাম গেজেটে প্রকাশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৪
নারী আসনে নির্বাচিত ৫০ জনের নাম গেজেটে প্রকাশ

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত ৫০ জনের নাম, বাবা/স্বামী ও ঠিকানাসহ গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ইসি সচিব মো. জাহাংগীর স্বাক্ষরিত এ গেজেট প্রকাশ করা হয় 

এর আগে রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্মসচিব মনিরুজ্জামান তালুকদার বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৫০ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেন।

সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগ স্বতন্ত্রদের নিয়ে জোটগতভাবে ৪৮টি আসন এবং জাতীয় পার্টি পেয়েছে দুটি আসন।

গেজেট দেখতে ক্লিক করুন:

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, নব নির্বাচিতদের শপথ নেওয়ার জন্য গেজেটের কপি সংসদ সচিবালয়ে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৪
ইইউডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।