ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

আ. লীগের নিবন্ধন থাকবে কি না সময় বলে দেবে: সিইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৫
আ. লীগের নিবন্ধন থাকবে কি না সময় বলে দেবে: সিইসি

সিলেট: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, আওয়ামী লীগের নিবন্ধন থাকবে কি না সময় বলে দেবে। এছাড়া আগামী নির্বাচনে রাজনৈতিক দল হিসেবে অংশ নিতে পারবে কি না, তা সংস্কার কমিশনের প্রতিবেদনের ওপর নির্ভর করবে।

 

শনিবার (১১ জানুয়ারি) সকালে সিলেট সার্কিট হাউজে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম।  

সিইসি নাসির উদ্দীন বলেন, আগামী জাতীয় নির্বাচন ইভিএম’র মাধ্যমে হবে না। প্রধান উপদেষ্টার দেওয়া সময় অনুযায়ী নির্বাচন করার জন্য ইসি কাজ করছে। যা সুনির্দিষ্ট নীতিমালার মধ্যে দিয়ে হবে।  

এছাড়া এবার নির্বাচনে প্রবাসীরা অংশ নিতে পারবেন উল্লেখ করে সিইসি বলেন, পর্যায়ক্রমে সব প্রবাসীকে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।  

তাছাড়া ভোটার আইডি কার্ড সংশোধনে আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও হুঁশিয়ারি দেন সিইসি।  

স্থানীয় সরকার নির্বাচন পরিকল্পনা কঠিন উল্লেখ করে সিইসি নাসির উদ্দীন আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনের অনেক ধাপ রয়েছে। অনেকে একদিনে নির্বাচন দেওয়ার পরামর্শ দিয়েছেন। তবে এক দিনে সব নির্বাচন করা কোনোভাবেই সম্ভব না।  

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৫
এনইউ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।