ঢাকা, রবিবার, ২৯ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টিকে নিবন্ধন দিচ্ছে ইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৫
বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টিকে নিবন্ধন দিচ্ছে ইসি

ঢাকা: আদালতের আদেশে নতুন আরেকটি দলকে নিবন্ধন সনদ দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি-বিএমজেপি নামের ওই দলটিকে বুধবার (০৯ এপ্রিল) সনদ দেওয়া হতে পারে।

সম্প্রতি আদালত দলটি নিবন্ধন দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে আদেশ দিলে মঙ্গলবার (০৮ এপ্রিল) বিজেএমপির নেতারা নিবন্ধন সনদ নিতে ইসিতে আসেন।

বিজেএমপির সভাপতি সুকৃতি কুমার মণ্ডল বলেন, আমরা আজকে এসেছিলাম নিবন্ধন সনদ নিতে। কিন্তু কমিশন বুধবার আসতে বলেছে। আমরা রাজহাঁস প্রতীক চেয়েছিলাম। তবে প্রতীকটি না দিয়ে কমিশন দিতে চেয়েছে রকেট প্রতীক।

তিনি বলেন, নিবন্ধন পাওয়ার জন্য ২০১৮ সালে আবেদন করেছিলাম। সে সময় ইসি দেয়নি। পরে আদালতের দ্বারস্থ হলে নিবন্ধন দেওয়ার আদেশ দেন।

ইসিতে বর্তমানে নিবন্ধিত দলের সংখ্যা ৪৯টি। এর মধ্যে আওয়ামী লীগ সরকারের পতনের পর এবি পার্টি, নুরুল হক নুরের গণঅধিকার পরিষদ (জিওপি), মাহমুদুর রহমানের নাগরিক ঐক্য এবং গণসংহতি আন্দোলন নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। দলগুলোর প্রায় প্রতিটিই আবেদনের পাঁচ থেকে ছয় বছর পর আদালতের আদেশে নিবন্ধন পেয়েছে। এর আগে ২০১৮ সালেও শর্ত পূরণ না করার কারণ দেখিয়ে ৭৬টি দলের কোনোটিকেই নিবন্ধন দেয়নি ইসি। পরে ২০১৯ সালে ববি হাজ্জাজের দল এনডিএম আদালতের আদেশে নিবন্ধন পেয়েছিল।

নবম সংসদ নির্বাচনের আগে ২০০৮ সালে নিবন্ধন প্রথা চালু হয়। এ পর্যন্ত ৫৪টি দল ইসির নিবন্ধন পেলেও পরবর্তীতে শর্ত পূরণ, শর্ত প্রতিপালনে ব্যর্থতা এবং আদালতের নির্দেশে পাঁচটি দলের নিবন্ধন বাতিল করে ইসি। দলগুলো হলো- জামায়াতে ইসলামী, ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, পিডিপি ও জাগপা।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২৫
ইইউডি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।