ঢাকা: সদ্য গঠিত নতুন রাজনৈতিক দল বাংলাদেশ আ-আম জনতা পার্টি (বিএজেপি) নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনকে (ইসি) তিন মাস সময় বাড়াতে বললো।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দলটির সদস্য সচিব ফাতেমা নাসনিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসিতে এ সংক্রান্ত আবেদন জমা দেন।
তিনি বলেন, আজকে রাজধানীর একটি অভিজাত হোটেলে আমাদের দলটি আত্মপ্রকাশ করেছে। কিন্তু আগামী ২০ এপ্রিল পর্যন্ত নিবন্ধনের জন্য নতুন দলের আবেদন আবেদন নেবে ইসি। তাই আমরা তিন মাস সময় বাড়ানোর আবেদন করেছি।
ইসি সচিবের কাছে দলটির আবেদনে উল্লেখ করা হয়েছে, স্বৈরাচারমুক্ত বাংলাদেশে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের লক্ষ্য ও উদ্দেশ্য এবং জুলাই ২০২৪ এর গণ-অভ্যূত্থান এর চেতনায় বাংলাদেশের জনগণের সাধারণ অভিপ্রায়কে ধারণ করে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা, সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করা এবং বাংলাদেশের সাধারণ জনগণকে রাজনৈতিকভাবে সচেতন করে তোলার লক্ষ্যে বাংলাদেশের আপামর জনগণ 'বাংলাদেশ আ-আম জনতা পার্টি (বিএজেপি)' নামে একটি নতুন গণতান্ত্রিক রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছে। এরই মধ্যে বাংলাদেশ আ-আম জনতা পার্টি রাজনৈতিক দল হিসেবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে।
আত্মপ্রকাশের পর বাংলাদেশ আ-আম জনতা পার্টি (বিএজেপি) রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সকল কার্যক্রম প্রক্রিয়াধীন রেখেছে। কিন্তু নির্বাচন কমিশন প্রকশিত বিগত ১০ মার্চ গণবিজ্ঞপ্তি অনুযায়ী রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়ার জন্য আবেদনের শেষ তারিখ হিসেবে নির্ধারণ করা হয়েছে আগামী ২০ এপ্রিল।
বিজ্ঞপ্তি প্রকাশের পর বাংলাদেশের মানুষের প্রধান ধর্মীয় উৎসব ঈদ ও তৎপরবর্তী লম্বা সরকারি ছুটির আমেজে দীর্ঘদিন বাংলাদেশের মানুষ এবং বিএজেপি'র নেতাকর্মীরা প্রশাসনিক ও দাপ্তরিক কাজ সম্পন্ন করতে পারেনি। এমতাবস্থায়, নিবন্ধনের আবেদনের জন্য ওই সময়সীমা খুবই অপ্রতুল হতে পারে বলে আমরা আশঙ্কা করছি, ফলশ্রুতিতে প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে নিবন্ধন প্রক্রিয়ার জন্য ওই সময়ের মধ্যে আবেদন দাখিল করা অত্যন্ত কঠিন এবং প্রায় অসম্ভব বলে আমরা মনে করি।
এছাড়াও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউসূসের উদ্যোগে গঠিত নির্বাচন ব্যবস্থা সংক্রান্ত সংস্কার কমিশনের প্রস্তাবিত সংস্কার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং ওই সংস্কার প্রস্তাবে সুস্পষ্টভাবে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য কমিশনের বর্তমান কঠিন শর্তকে বাস্তবমুখী করার বিষয়টিও বিবেচনাধীন রয়েছে বলে আমরা জানতে পেরেছি। সার্বিক পরিস্থিতিতে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন দাখিলের সময়সীমা বাড়ানো্ প্রয়োজন।
এ অবস্থায় রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন দাখিলের সময়সীমা তিন মাস অর্থাৎ ৯০ (নব্বই) দিন বর্ধিত করে নতুন বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় বাংলাদেশ আ-আম জনতা পার্টি'র অংশগ্রহণ ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্য পূরণে অবদান রাখার সুযোগ দিতে আপনাকে অনুরোধ করা হচ্ছে।
ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীনের নেতৃত্বে বিএজেপি গঠন হয়েছে। তিনি দলটির আহ্বায়ক হয়েছেন।
ইসি কর্মকর্তারা জানান, এ পর্যন্ত পাঁচটি দল নিবন্ধন সংক্রান্ত আবেদন করেছে, যার মধ্যে চারটি সময় বাড়ানোর আবেদন করেছে। আর একটি দল নিবন্ধনের আবেদন করলেও তা যথাযথ হযনি।
বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৫
ইইউডি/জেএইচ