নিবন্ধন স্থগিত হওয়ায় নিজস্ব ওয়েবসাইট থেকে আওয়ামী লীগের প্রতীক নৌকা নির্বাচন কমিশন (ইসি) সরিয়ে নিলেও নির্বাচন বিধিমালায় সংরক্ষিত থাকবে।
বুধবার (১৫ জুলাই) নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানান।
তিনি বলেন, বিভ্রান্তি এড়াতে ওয়েবসাইট থেকে নিবন্ধন স্থগিত আওয়ামী লীগের প্রতীক নৌকা সরিয়ে রাখা হয়েছে। নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলে নৌকা প্রতীক থাকবে। এটা আর ব্যবহার করতেও পারবে না।
এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, কোনো চাপে এ সিদ্ধান্ত নেওয়া হয়নি।
অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জামায়াতে ইসলামী প্রতীকসহ নিবন্ধন ফেরত পেয়েছে। এতে যে প্রজ্ঞাপন হয়েছে, তার আলোকে নাম ও প্রতীক ওয়েবসাইটে যুক্ত করা হয়েছে।
অন্য এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, শাপলা প্রতীক তফসিলে যোগ হয়নি। এ নিয়ে কমিশন যদি সিদ্ধান্ত দেয়। তবে দেবে কি না, আমি জানি না।
ইইউডি/এমজেএফ