ঢাকা, শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

নির্বাচন ও ইসি

পাঠ্যসূচিতে ভোটার তালিকা-এনআইডি অন্তর্ভুক্ত করতে চায় ইসি

সিনিয়র করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৬, জুলাই ৩১, ২০২৫
পাঠ্যসূচিতে ভোটার তালিকা-এনআইডি অন্তর্ভুক্ত করতে চায় ইসি ফাইল ছবি

স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পাঠ্যসূচিতে ভোটার তালিকা প্রস্তুত ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) গুরুত্ব ও কার্যক্রম অন্তর্ভুক্ত করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এজন্য একটি কমিটি গঠন করছে সংস্থাটি।

ইসি কর্মকর্তারা জানান, নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক এস এম আসাদুজ্জামানকে আহ্বায়ক করে এ সংক্রান্ত পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করার পরিকল্পনা করা হচ্ছে। এই কমিটি ছোট গল্প, নাটিকা, সংলাপ বা প্রবন্ধ আকারে প্রস্তাব দিতে পারে।

পাঠ্যসূচিতে ভোটার তালিকা প্রস্তুত ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অন্তর্ভুক্ত করার বিষয়ে ইসি সচিবালয়ের প্রস্তাবনায় বলা হয়েছে, ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র নাগরিকের মৌলিক অধিকার ও পরিচয়ের দলিল।  

নাগরিকদের জাতীয় জীবনের গুরুত্বপূর্ন বিভিন্ন সেবা প্রাপ্তিতে এনআইডি অত্যাবশ্যকীয় হয়ে পড়েছে। বর্তমান প্রজন্ম বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র সম্পর্কিত সচেতনতা সৃষ্টি করা অত্যন্ত জরুরি।  

আরও পড়ুন: পাঠ্যসূচিতে ‘নির্বাচনী তথ্য’ অন্তর্ভুক্তির উদ্যোগ

বিষয়টি শিক্ষার্থীদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠার জন্য সহায়ক হবে। সেজন্য প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাঠ্যপুস্তকে ভোটার তালিকা এবং জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব, নিবন্ধন প্রক্রিয়া, এবং এর ব্যবহার সংক্রান্ত বিষয়বস্তু সংযুক্ত করা প্রয়োজন।

এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর এ বিষয়ে বলেন, শিশু ও কিশোরেরা যেন এখন থেকেই ভোটার তালিকা ও এনআইডির গুরুত্ব বুঝতে পারে, সেজন্যই এই পরিকল্পনা করা হচ্ছে।

২০১৬ সালেও একবার এই উদ্যোগ নিয়েছিল তৎকালীন নির্বাচন কমিশন। সেই সময়কার এ সংক্রান্ত কমিটির সদস্য সচিব (তৎকালীন সিনিয়র সহকারি সচিব) ফরহাদ হোসেন বলেন, মাধ্যমিক পর্যায়ে সামাজিক বিজ্ঞান বইয়ে সে সময় অন্তর্ভুক্ত হয়েছিল ভোটার তালিকা, আচরণবিধি প্রভৃতি। তবে উচ্চমাধ্যমিক পর্যায় আর শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমে আর অন্তর্ভুক্ত করা যায়নি।

ইইউডি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।