ঢাকা, রবিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

নির্বাচন ও ইসি

ভোটার তালিকা

জন্ম ও মৃত্যু নিবন্ধন কর্তৃপক্ষের সহায়তা চায় ইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৬, আগস্ট ২৩, ২০২৫
জন্ম ও মৃত্যু নিবন্ধন কর্তৃপক্ষের সহায়তা চায় ইসি

ভোটার তালিকায় নতুন ভোটার অন্তর্ভুক্তি ও মৃতদের নাম কাটতে জন্ম ও মৃত্যু নিবন্ধন কর্তৃপক্ষের সহায়তা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য শিগগিরই বৈঠকের কথা ভাবছে সংস্থাটি।

ইসি সচিব আখতার আহমেদ ইতোমধ্যে এ সংক্রান্ত কার্যক্রম হাতে নিতে জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগকে নির্দেশনা দিয়েছেন।

নির্দেশনায় বলা হয়েছে, নতুন ভোটার অন্তর্ভুক্তি এবং মৃত ভোটারের নাম কর্তনের বিষয়ে সহযোগিতার জন্য জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রারের সঙ্গে বৈঠকের ব্যবস্থা নিতে হবে।

এ ছাড়া গত ৩১ মের আগের জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদন ৩১ আগস্টের মধ্যে নিষ্পত্তির উদ্যোগ নিতে হবে এবং এ বিষয়ে আগামী মাসের সমন্বয় সভায় প্রতিবেদন দাখিল করতে হবে।

অন্যদিকে ভোটার নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবার বিষয়ে সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তাকে সুনির্দিষ্ট দায়িত্ব দেওয়ার ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দিয়েছেন ইসি সচিব।

ইইউডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।