ঢাকা: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে পুনরায় তুলতে আর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা লাগবে না।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) নির্বাচনের কমিশনের (ইসি) এনআইডি শাখার সহকারী পরিচালক (বৈধ ও সঠিকতা যাচাই) মুহাম্মদ সরওয়ার হোসেনের সই করা অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে।
এতে বলা হয়েছে, নাগরিকদের দুর্ভোগ দূরীকরণ ও এনআইডি সেবা সহজীকরণের বৃহত্তর স্বার্থে হারানো বা নষ্ট হবার কারণে নতুন জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির ক্ষেত্রে সাধারণ ডায়েরি (জিডি) দাখিলের বিধান নির্বাচন কমিশনের অনুমোদক্রমে বিলুপ্ত করা হলো।
অফিসিয়ালি আজ এ বিধান তুলে দেওয়া হলেও আরও আগে থেকেই বিষয়টি চর্চা হতো।
ইইউডি/আরআইএস