ঢাকা, মঙ্গলবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০ রবিউস সানি ১৪৪৭

নির্বাচন ও ইসি

রোববার থেকে ইসির সংলাপ শুরু হতে পারে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০২, সেপ্টেম্বর ২৩, ২০২৫
রোববার থেকে ইসির সংলাপ শুরু হতে পারে নির্বাচন ভবন।

ঢাকা: আগামী রোববার (২৮ সেপ্টেম্বর) শুরু হতে অংশীজনদের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ইসির দায়িত্বশীল কর্মকর্তারা এমন তথ্য জানিয়েছেন।

আগামী ২৮ সেপ্টেম্বর সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে প্রথমে সংলাপ হতে পারে। এরপর গণমাধ্যাম, নারী নেত্রী, সবশেষে হতে পারে দলগুলোর সঙ্গে নির্বাচনী সংলাপ।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের লক্ষ্যে আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করতে চায় ইসি। এজন্য সব প্রস্তুতি গুছিয়ে নিচ্ছে সংস্থাটি।

ইইউডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।