ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

সিসিকে মেয়র পদে চারজনসহ ১৫৪ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩১ ঘণ্টা, জুন ১৯, ২০১৮
সিসিকে মেয়র পদে চারজনসহ ১৫৪ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

সিলেট: সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে চার প্রার্থীসহ ১৫৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

মঙ্গলবার (১৯ জুন) মেয়র পদে মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকী মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এদিন সংরক্ষিত কাউন্সিলর পদে ৪৫ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ১০৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন।

সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মেয়র পদে এর আগে মনোনয়নপত্র সংগ্রহ করেন এহসানুল হক তাহের, এহসানুল মাহবুব ফেরদৌসী জুবায়ের ও মুক্তাদির আহমদ।

সূত্র জানায়, দলীয় সিদ্ধান্ত চূড়ান্ত না হওয়ায় এখন পর্যন্ত আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেননি।

অবশ্য সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরান নির্বাচন কমিশন থেকে সিডি সংগ্রহ করেছেন বলে জানান নির্বাচনী কর্মকর্তারা।

সিলেট সিটি নির্বাচন আগামী ৩০ জুলাই অনুষ্ঠিত হবে। ২৮ জুন পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। বাছাই ১ ও ২ জুলাই, প্রত্যাহার ৯ জুলাই এবং ভোট ৩০ জুলাই।

বাংলাদেশ সময়: ০৪২৯ ঘণ্টা, জুন ২০, ২০১৮
এনইউ/এমএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।