ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ব্রাহ্মণবাড়িয়া সদরে ৫ প্রার্থীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২২ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৯
ব্রাহ্মণবাড়িয়া সদরে ৫ প্রার্থীকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ৫ প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৬ মার্চ) রাত থেকে রোববার (১৭ মার্চ) বিকেল পর্যন্ত নির্বাচনের আচরণবিধি পর্যবেক্ষণের দায়িত্বে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান এ জরিমানা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- আওয়ামী লীগ প্রার্থী মো. জাহাঙ্গীর আলম (নৌকা), স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফিরোজুর রহমান ওলিও (আনারস প্রতীক), পুরুষ ভাইস চেয়ারম্যান লোকমান হোসেন (চশমা), আহমেদুল কবির রাজিব (তালা) ও মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার (পদ্মফুল)।

সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান বাংলানিউজকে বলেন, রঙিন পোস্টার-ব্যানার ব্যবহার করে ওই প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় তাদের জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।