ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

এমপিদের নিয়ে আইভীর ভোট প্রার্থনা, ব্যবস্থা নেবেন রিটার্নিং কর্মকর্তা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২২
এমপিদের নিয়ে আইভীর ভোট প্রার্থনা, ব্যবস্থা নেবেন রিটার্নিং কর্মকর্তা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর শুক্রবারের (১৫ জানুয়ারি) পথসভায় আচরনবিধি লঙ্ঘন করে সংসদ সদস্যদের (এমপি) উপস্থিতির ঘটনায় ফের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন নারায়ণগঞ্জ জেলার রিটার্নিং অফিসার মাহফুজা আক্তার।

শনিবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

 

ইতোমধ্যে নাসিক নির্বাচনের প্রচার-প্রচারণার সময় শেষ হয়েছে। রোববার (১৬ জানুয়ারি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।  

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহফুজা আক্তার বলেন, আচরনবিধির বিষয়টি আমরা খতিয়ে দেখছি এবং আমাদের ম্যাজিস্ট্রেটরাও তা দেখছে। আমাদের ম্যাজিস্ট্রেটরা মাঠে আছেন। এটা এড়িয়ে যাওয়ার কিছু নেই। তারা যে সভা করেছেন, মঞ্চে কারা কারা ছিলেন তা ম্যাজিস্ট্রেটরা প্রতিবেদন দিলে আমরা ব্যবস্থা নেব।

তিনি আরও বলেন, কালকের পথসভার বিষয়টি আমরা শুনেছি। আমাদের কাছে কেউ প্রমাণসহ লিখিত অভিযোগ করেননি। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী আছেন তারা বিষয়টা দেখছেন। কালকে প্রচারণার সর্বশেষ দিন ছিল। আমরা আপনাদের নিশ্চিত করতে চাই, প্রত্যেকে প্রচারণা চালিয়েছে। তবে কোনো বিশৃঙ্খলা ঘটেনি। ফলে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে কোনো আইনি ব্যবস্থা নিতে হয়নি। আমরা আশা করি এমন শান্তিপূর্ণ পরিবেশই থাকবে। সকলে আমাদের সহযোগিতা করবেন।

তিনি বলেন, আজকে নির্বাচনের মালামাল বিতরণ হবে, আগামীকাল ভোট হবে। আমরা নির্বাচনে সুন্দর পরিবেশ রক্ষায় নারায়ণগঞ্জের সব ভোটার ও প্রার্থীদের কাছে সহযোগিতা কামনা করছি।

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২২
এমআরপি/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।