ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ইসিতে যোগ দিলেন নতুন সচিব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, নভেম্বর ২, ২০২২
ইসিতে যোগ দিলেন নতুন সচিব

ঢাকা: নির্বাচন কমিশনের (ইসি) নতুন সচিব মো. জাহাঙ্গীর আলম যোগদান করেছেন। নতুন কোনো রদবদল আর না হলে এ সচিবের সময়েই অনুষ্ঠিত হতে পারে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।

বুধবার (০২ নভেম্বর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে যোগদান করেন তিনি। তাকে ফুল দিয়ে বরণ করেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথসহ অন্যান্য কর্মকর্তারা।

সম্প্রতি এক প্রজ্ঞাপনের মাধ্যমে জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর আলমকে পদোন্নতি দিয়ে ইসিতে পদায়ন করে সরকার। আর ইসির সাবেক সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারকে একই পদে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব পদে বদলি করা হয়।  

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২২
ইইউডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।