ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

খোকসা উপজেলা চেয়ারম্যান পদে নৌকার জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০২ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২২
খোকসা উপজেলা চেয়ারম্যান পদে নৌকার জয়

কুষ্টিয়া: কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বাবুল আখতার জয়লাভ করেছেন।  

সেই সঙ্গে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবাইল, চিথলিয়া, সদর উপজেলার জিয়ারখী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী এবং কাঞ্চনপুর ইউনিয়নে চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন।

বুধবার (০২ নভেম্বর) এক যোগে উক্ত নির্বাচনী এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা এ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বাবুল আখতার ২৬ হাজার ৯৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।  

কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রফেসর শাহজাহান আলী বিশ্বাস নৌকা প্রতীকে ৪ হাজার ১৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।  

কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আনিছুর রহমান (ঝন্টু) চশমা প্রতীক নিয়ে ৬ হাজার ১৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।  

মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে এনামুল হক বাবলু নৌকা প্রতীক নিয়ে ৫ হাজার ১৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।  

ধুবাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মাহাবুর রহমান নৌকা প্রতীকে ৫ হাজার ৩৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।  

বাংলাদেশ সময়: ০২০০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।