ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

কালকিনিতে মনোনয়ন না পেয়ে আ.লীগ নেতাদের পদত্যাগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
কালকিনিতে মনোনয়ন না পেয়ে  আ.লীগ নেতাদের পদত্যাগ

মাদারীপুর: আসন্ন পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে পদত্যাগ করেছেন মাদারীপুরের কালকিনি উপজেলা ও পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অঙ্গ সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী।

বুধবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান তারা।



সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মীর গোলাম ফারুকসহ অন্য নেতাকর্মীরা।
 
কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর গোলাম ফারুক বলেন, কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক সাকিলুর রহমান সোহাগ, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক সোহেল রানা মিঠু, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কালাম আজাদ ও উপজেলা ছাত্রলীগের সভাপতি ওয়াহিদুজ্জামান বুলেটের নাম প্রস্তাব করেছিলাম আমরা।

কিন্তু জেলা আওয়ামী লীগ এদের কাউকে মনোনয়ন না দিয়ে অন্য প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। এর প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগ ও সব অঙ্গসংগঠনের নেতারা পদত্যাগ করেছেন।

বাংলাদেশ সময়: ০৪২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।