ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

স্বতন্ত্র প্রার্থীর ৮০ শতাংশই অবৈধ

ইকরাম-উদ দৌলা, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
স্বতন্ত্র প্রার্থীর ৮০ শতাংশই অবৈধ

ঢাকা: আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয়ভাবে ভোট হতে যাচ্ছে। এতে স্বতন্ত্র থেকে নির্বাচনে অংশ নিতে ইচ্ছুকদের ৮০ শতাংশই অবৈধ ঘোষিত হয়েছে।



সংশ্লিষ্ট সূত্র জানায়, ২৩৪ পৌরসভায় অন্তত ৫০৫ জন প্রার্থী স্বতন্ত্র থেকে নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এদের মধ্যে গত ৫ ও ৬ ডিসেম্বর যাচাই-বাছাইয়ের সময় ৪০৪ জন প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। যা মোট প্রার্থীর ৮০ শতাংশ।

নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার প্রার্থী ব্যবস্থাপনার দায়িত্বে থাকা সহকারী সচিব রাজীব আহসান বাংলানিউজকে জানান, স্বতন্ত্র থেকে কেবল ১০১ জন প্রার্থী বৈধ হয়েছেন। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে।

সূত্র জানায়, প্রস্তাবক ও সমর্থকদের সঠিক তথ্য না দেওয়া ছাড়াও অন্যান্য কাগজপত্র ঠিক মতো না দেওয়ার কারণে ওই সব স্বতন্ত্র প্রার্থীকে অবৈধ ঘোষণা করা হয়েছে।

এ বিষয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী বাংলানিউজকে বলেন, অবৈধ হলেও তাদের আপিল করার সুযোগ রয়েছে। এক্ষেত্রে প্রার্থীরা যদি সঠিক থাকেন, তবে তারা সুবিচার পাবেন।

আগামী ৩০ ডিসেম্বর দেশের পৌরসভাগুলোয় প্রথমবারের মতো দলীয়ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে ২০টি দল প্রার্থী দিয়েছে। তবে কাউন্সিলর পদে নির্দলীয়ভাবেই ভোটগ্রহণ করবে ইসি।

ইসির উপ-সচিব মো. সামসুল আলম জানিয়েছেন, আগামী ১৩ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হলেই মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা চূড়ান্ত হবে। ১৪ ডিসেম্বর তাদের প্রতীক বরাদ্দ দেবেন রিটার্নিং কর্মকর্তা। ওইদিন থেকেই পুরোদমে প্রচারণা শুরু হবে।

এ নির্বাচনে সাড়ে ৩ হাজার ভোট কেন্দ্রে প্রায় ৭২ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।

বাংলাদেশ সময়: ০৭৫০ ঘন্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
ইইউডি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।