ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

বিএনপির প্রতিনিধি দল ইসিতে যাচ্ছে বৃহস্পতিবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২১ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
বিএনপির প্রতিনিধি দল ইসিতে যাচ্ছে বৃহস্পতিবার

ঢাকা: আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে বিভিন্ন দাবি নিয়ে বিএনপির একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) নির্বাচন কমিশনে (ইসি) যাবে।

দলটির গণমাধ্যম শাখার কর্তকর্তা শায়রুল কবীর খান বিষয়টি বাংলানিউজকে জানান।



তিনি বলেন, বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক শিরিন সুলতানার নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার বেলা ১১টায় স্মারকলিপি দিতে ইসিতে যাবে। এতে পৌরসভা নির্বাচন কেন্দ্রীক দাবি উত্থাপন করা হবে।

আগামী ৩০ ডিসেম্বর দেশের ২৩৫ পৌরসভায় ভোটগ্রহণ করবে ইসি। এক্ষেত্রে মেয়র পদে দলীয়ভাবে এবং কাউন্সিলর পদে নির্দলীয়ভাবে ভোটগ্রহণ করা হবে।

এরইমধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতারা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাৎ করে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টির দাবি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
ইইউডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।