ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

মৌলভীবাজারে বিএনপির মেয়র প্রার্থীর আপিল খারিজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
মৌলভীবাজারে বিএনপির মেয়র প্রার্থীর আপিল খারিজ অলিউর রহমান

মৌলভীবাজার: মৌলভীবাজার সদর পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী অলিউর রহমানের আপিল খারিজ হয়ে গেছে।
 
শুক্রবার (১১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে জেলা প্রশাসক ও আপিল কর্তৃপক্ষ এ আপিল খারিজ করে দেয়।


 
নির্বাচন অফিস সূত্র জানায়, মনোনয়নপত্রের সঙ্গে সর্বশেষ আয়কর রির্টানের রশিদের কপি না থাকায় গত ৬ ডিসেম্বর অলিউর রহমানের প্রার্থিতা বাতিল করেন রির্টানিং অফিসার। পরে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন অলিউর রহমান।

শুক্রবার আপিল শুনানিতে তার পক্ষে অংশ নেন আইনজীবী মুজিবুর রহমান মুজিব, এমাদ উদ্দিন চৌধুরী ও গোলাম রব্বানী। প্রায় ঘণ্টাব্যাপী শুনানি শেষে কর্তৃপক্ষ আপিল খারিজ করে দেয়।

অলিউর রহমানের আইনজীবীরা বাংলানিউজকে জানান, প্রার্থিতা ফিরে পেতে তারা উচ্চ আদালতে যাবেন।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।