ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

কিশোরগঞ্জে সরে দাঁড়ালেন বিএনপির বিদ্রোহী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
কিশোরগঞ্জে সরে দাঁড়ালেন বিএনপির বিদ্রোহী হাজী ইসরাইল মিয়া

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ সদর পৌরসভা নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

এছাড়া বিকল্পধারার মেয়র প্রার্থী ফারুক আহমেদ খান তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।



রোববার (১৩ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও রিটার্নিং অফিসার কাজী আবেদ হোসেনের কাছে তারা মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন।
কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশ্রাফুল আলম বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

এদিকে, কিশোরগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শেখ আসাদুল্লাহ রুমেল, ৩নং ওয়ার্ডের মাসেদুজ্জামান ও ৯নং ওয়ার্ডের মোখলেসুর তাদের মনোনয়নপত্র  প্রত্যাহার করেছেন।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।