ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

পৌরসভা নির্বাচন

ধুনটে সরে দাঁড়ালেন আ’লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
ধুনটে সরে দাঁড়ালেন আ’লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী আল-আমিন তরফদার

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট পৌরসভা নির্বাচন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র পদপ্রর্থী আল-আমিন তরফদার।

রোববার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ধুনট পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী (ইউএনও) কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন তিনি।



মেয়র প্রার্থী আল-আমিন তরফদার বর্তমান পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর এবং ধুনট উপজেলা ও পৌর আওয়ামী লীগের সদস্য।

ধুনট পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী (ইউএনও) কর্মকর্তা হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, মেয়র প্রার্থী আল-আমিন তরফদার দুপুর ১২টার দিকে তার কার্যালয়ে এসে লিখিত আবেদনের মাধ্যমে মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

এ বিষয়ে জানতে চাইলে মেয়র প্রার্থী আল-আমিন তরফদার বলেন, সভানেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের প্রতি অবিচল আস্থা ও আমাদের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ হাবিবর রহমানের প্রতি সম্মান রেখে নির্বাচন করার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছি।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
পিসি/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।