ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

উচ্চ আদালতে বৈধ গোলাপগঞ্জের বিএনপি প্রার্থীর মনোনয়ন

স্টাফ করেসপেন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
উচ্চ আদালতে বৈধ গোলাপগঞ্জের বিএনপি প্রার্থীর মনোনয়ন গোলাম কিবরিয়া চৌধুরী

সিলেট: উচ্চ আদালতে বৈধতা পেলেন বাঁছাইয়ে বাদ পড়া সিলেটের গোলাপগঞ্জ পৌর নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী।

আপিলেও তার মনোনয়নপত্র খারিজ করা হয়।

অবশেষে উচ্চ আদালত থেকে তিনি মনোনয়নপত্রের বৈধতা ফিরে পান।  

মনোনয়ন ফিরে পাওয়ার উচ্চ আদালতের আদেশ সংক্রান্ত কপি রোববার (১৩ নভেম্বর) রিটার্নিং অফিসারের কাছে জমা দেন তিনি।

গোলাপগঞ্জ পৌর নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার সাঈদুর রহমান বাংলানিউজকে এ তথ্য  নিশ্চিত করে বলেন, উচ্চ আদালতের আদেশ সংক্রান্ত আদেশের একটি কপি আইজীবীর মাধ্যমে পাঠানো হয়েছে।

গোলাপগঞ্জ পৌরনির্বাচনে গোলাম কিবরিয়া চৌধুরী বিএনপির একমাত্র মনোনীত প্রার্থী ছিলেন। এ পৌরসভায় বিএনপির কোনো বিরোধী দলীয় প্রাথী নেই।

এ ব্যাপারে গোলাম কিবরিয়া চৌধুরী বাংলানিউজকে বলেন, উচ্চ আদালতের আদেশের সত্যায়িত কপি বিকেলে পাবো। তাই উচ্চ আদালতের নির্দেশনা তার আইনজীবী অ্যাডভোকেট শাহ বখিতযার ইলিয়াস তার ‌প্যাড নির্বাচন কমিশন, সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কার্য্লায়ে পাঠিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
এনইউ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।