ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

সিংগাইর পৌরসভায় ভোট ৭ জানুয়ারি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
সিংগাইর পৌরসভায় ভোট ৭ জানুয়ারি

ঢাকা: আদালতের স্থগিতাদেশ স্থগিত হওয়ার পর সিংগাইর পৌরসভায় পুনরায় ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। নতুন ঘোষিত তারিখ অনুযায়ী এ পৌরসভায় ভোট হবে আগামী ৭ জানুয়ারি।


 
রোববার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশন (ইসি) ভোটগ্রহণের এ সিদ্ধান্ত নেয়। ইসির উপ-সচিব মো. সামসুল আলম বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।
 
এক্ষেত্রে যারা ইতোমধ্যে মনোনয়নপত্র দাখিল করেছেন, তাদের আর মনোনয়নপত্র দাখিল করতে হবে না বলেও জানিয়েছেন তিনি।
 
এ পৌরসভায় ৩০ ডিসেম্বর ভোটগ্রহণের কথা ছিলো। কিন্তু আদালতের আদেশে ছয়মাসের জন্য ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। পরে উচ্চ আদালত স্থগিতাদেশের ওপর স্থগিতাদেশ দিলে পৌরসভাটির নির্বাচনের পথ উন্মুক্ত হয়।
 
এদিকে, ঠাকুরগাঁওয়ে রানীশংকৈল পৌরসভা নির্বাচনের উপর আদালত স্থগিতাদের দিয়েছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে নির্বাচন কমিশন আদালতের সে আদেশ এখনও পায়নি বলে জানিয়েছেন ইসির আইন শাখার কর্মকর্তারা।
 
বাংলাদেশ সময়: ০১০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
ইইউডি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।