ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

মৌলভীবাজার থেকে হুসাইন আজাদ

নৌকায় ভাঙছে বিভেদের দেয়াল

হুসাইন আজাদ ও মাহবুবুর রহমান রাহেল | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
নৌকায় ভাঙছে বিভেদের দেয়াল ছবি: জি এম মুজিবুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মৌলভীবাজার থেকে: মৌলভীবাজার আওয়ামী লীগে স্থানীয় রাজনীতির যে বিভেদ ছিল তা ভেঙে দিচ্ছে এবারের পৌরসভা নির্বাচন। নৌকা প্রতীকের জয় নিশ্চিত করতে এখানে চতুর্দেয়াল ভেঙে এক হচ্ছে আওয়ামী লীগ।

‘ঐক্যের প্রতীক’ দেওয়ায় বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) থেকে নৌকার জন্য একসঙ্গে মাঠে নামছেন বিভাজিত বিভিন্ন পক্ষের নেতাকর্মীরা।
 
মৌলভীবাজার আওয়ামী লীগে ‘হুইপ গ্রুপ’ আর ‘মহসিন গ্রুপ’র প্রতিদ্বন্দ্বিতা এখানকার রাজনীতিতে প্রকাশ্য। পৌর নির্বাচনে ‘হুইপ গ্রুপ’ থেকে জেলা যুবলীগের সভাপতি ফজলুর রহমান মেয়র পদে দলের মনোনয়ন পাওয়ায় এই ‘প্রতিদ্বন্দ্বিতা’ আরও ‘দূরত্ব সৃষ্টির’ শঙ্কা বাড়িয়েছিল। কিন্তু ‘নৌকা’ তা উড়িয়ে দিয়ে কাছাকাছি এনেছে দু’টি গ্রুপকে। গ্রুপিং ভুলে কেবল ‘নৌকা’র জন্য ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামছেন মহসিন গ্রুপের নেতাকর্মীরাও।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকালে নৌকা প্রতীকের প্রার্থী ফজলুর রহমানের সঙ্গে তার বাসায় আলাপ হচ্ছিল। তিনি বলেন, ‘আগে দলীয় প্রতীক ছিল না বলে অনেক প্রার্থী দাঁড়াতো এক দল থেকেই। এবার দলীয় প্রতীক হওয়ায় আমাদের মৌলভাবাজারে আওয়ামী লীগের একজনই প্রার্থী। এবার নৌকার জন্য সবাই মাঠে নামছে। ’
 
অন্তঃদ্বন্দ্ব ভুলে প্রতিদ্বন্দ্বী গ্রুপের নেতাকর্মীরাও মাঠে নামছেন জানিয়ে ফজলুর রহমান বলেন, ‘আমাদের দলের সব নেতাকর্মী এখন নৌকার জন্য কাজ করছে। এখানে জয় হলে নৌকার জয় হবে। আর নৌকার জয় নিশ্চিত করতে সবাই এক। ’
 
স্থানীয় রাজনীতিতে বিভেদের যে দেয়াল ছিল তা ভেঙে সবাই নৌকায় ঐক্যবদ্ধ হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘আমাদের দলের সব নেতাকর্মীর সঙ্গে বসেছি আমি। সবাই আজ থেকে নৌকার জন্য গণসংযোগে নামছে। ’
 
ফজলুর রহমানের সঙ্গে আলাপের সময় পাশে দাঁড়িয়ে শুনছিলেন তার ভাই রুহুল আমিন রুহেল। যুক্তরাজ্যের গ্রেট ম্যানচেস্টার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুহেল দেশে এসেছেন ভাইয়ের নির্বাচন করার জন্য। মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক এ সাধারণ সম্পাদক বলেন, ‘এখন কারও মধ্যে কোনো বিভেদ নেই। দল নৌকার জন্য সবাইকে কাজ করতে বলেছে। আজ থেকে সবাই নৌকার জন্য মাঠে নামবেন। ’

যদিও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল নৌকার জন্য এখনও কাজ শুরু করেননি, তবে শিগগির শুরু করবেন বলে জানান রুহেল।
 
মেয়র প্রার্থী ফজলুরের সঙ্গে আলাপের পর কথা হয় ‘মহসিন গ্রুপ’র জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর মেয়ে সৈয়দা সাবরিনা শারমিনের সঙ্গে। তিনি বলেন, ‘নৌকা ঐক্যের প্রতীক। দলের জন্য নৌকার প্রতীকের পক্ষে আমরা আজ থেকে মাঠে নামছি। নৌকাকে জেতাতে বিভেদ ভুলে কাজ করছে সবাই। ’
 
তিনি বলেন, ‘দলীয় প্রতীক বরাদ্দ হওয়ায় এখন আর বিভেদ খোঁজার সুযোগ নেই। নির্বাচনে সবাইকে নৌকার জন্যই কাজ করতে হবে। ’ এছাড়া, বৃহস্পতিবার থেকে মেয়রপ্রার্থী ফজলুরের সঙ্গে মাঠে নামছেন বলেও জানান সৈয়দা সাবরিনা।
 
তবে এ বিষয়ে কথা বলার জন্য যোগাযোগ করলেও ‘মহসিন গ্রুপ’র আরেক নেতা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুলকে পাওয়া যায়নি।
 
বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
এইচএ/জেডএস

** ‘রাজা’ ‘বখত’ নয়, এবার লড়াই দলীয়
** নৌকা-ধানের শীষ নয়, লড়াই কালাম-শামছুর
** ছাতকে ‘ফ্রি চা-পানি’, মিলছে ‘টেকা-টুকা’ও
**  জকিগঞ্জবাসীর দুঃখগাঁথা
** ওপারে শীতের চাদর, এপারে নির্বাচনী উত্তাপ
** বছর ধইরা মাঠ ঠিক করছি, এখন সরতাম কিতার লাগি
** লাখ লাখ টেকার ভুট এক হাজারে বেচিয়া কতদিন খাইবা?
** এখানে কুনো ভুটো কারচুপি অইছে না

** ডিজিটাল রেল, সময়ানুবর্তী রেল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।