ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

শায়েস্তাগঞ্জ থেকে হুসাইন আজাদ

মুখ চিন্না মুরগার ডাইল

হুসাইন আজাদ ও জিয়াউদ্দিন দুলাল | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
মুখ চিন্না মুরগার ডাইল ছবি: জি এম মুজিবুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ থেকে: নির্বাচন উপলক্ষে প্রচার-প্রচারণায় ব্যস্ত হচ্ছেন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার প্রার্থীরাও। তারাও ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন, চাইছেন দোয়া।

একইসঙ্গে ভোটারদের ‘খোঁজ-খবরও’ নিচ্ছেন। তবে, এ ‘খোঁজ-খবর’ কেবল ভোটের একমাসই সীমাবদ্ধ থাকবে বলে দাবি ভোটারদের। তারা বলছেন, নির্বাচিত হওয়ার পর কর্তারা তার স্বজনদের সেবা নিতেই ব্যস্ত থাকবেন।

শুক্রবার (১৮ ডিসেম্বর) সকালে শায়েস্তাগঞ্জ রেলওয়ে বস্তির সামনে আলাপকালে এ কথাই বলছিলেন মুক্তিযোদ্ধা মাহতাব আলী, স্থানীয় বাসিন্দা আবদুল গফুর, শাহ মোস্তফা কামাল, রোকেয়া খাতুনসহ কয়েকজন। স্টেশন রোড থেকে মিনিট পাঁচেক হেঁটে রেলওয়ে বস্তির সামনে পৌঁছালে সেখানে তাদের রোদ পোহাতে পোহাতে আড্ডা দিতে দেখা যায়। পান চিবোচ্ছিলেন রোকেয়া। আর বিড়ি ফুঁকছিলেন মাহতাব-গফুর আলীরা।

পাশে বসে আলাপ শুরু করতেই আবদুল গফুর বলেন, আমরা নিরীহ মানুষ। কুনো সময় তারা খোঁজ নিছে না। এখন ভোট শুরু অইছে। এখন আইতাছে। তবে খোঁজ-খবর এই একমাসই। এরপর আর খবর নিব না।

তার মুখের কথা টেনে মাহতাব আলী বলেন, এখন সেলামও দেয়। ঘরেও আসে। হাত মিলায়। পরে সেলামও নিব না।

পরে দেখা করতে পারমিশন লাগবো, কাগজ (টোকেন) ধরাইয়া দিব হাতে- গলার স্বর চওড়া করে বলেন মোস্তফা কামাল।

প্রার্থীরা নির্বাচিত হলে অহংকারে আর মাটিতে পা ফেলবেন না বুঝিয়ে রোকেয়া খাতুন খেদ দেখিয়ে বলেন, তাদের গরিমায় জান বাঁচে না।

নির্বাচিত হলে এখনকার প্রার্থীরা কেবল আত্মীয়-স্বজনদেরই সেবা করবেন ইঙ্গিত করে এ নারী ভোটার বলেন, মুখ চিইন্না মুরগার ডাইল।

কোনো প্রার্থী ‘কিছু’ দিয়েছে কিনা সে বিষয়ে প্রশ্ন করলে তিনজনই একযোগে বলে ওঠেন, ৩০ তারিখ ঈদ (নির্বাচন)। তার একদিন বা দু’দিন আগে সেলামি দিব।

সবাই ‘সেলামি’ দিলে কাকে ভোট দেবেন, এমন প্রশ্নে আবদুল গফুর এদিক-ওদিক তাকিয়ে বলেন, সেটা (ভোট দেওয়া) আমরার মইধ্যে থাকবো। যোগ্য দেখে, যে পরেও আমাদের খোঁজ নিব তারে ভোট দিব।

তার সঙ্গে যুক্ত হন মোস্তফা কামাল। বলেন, ভোট ত দেয়াই লাগবো। এটা দায়িত্ব, আমানত। এখন মন্দের ভালো খুঁজতে অইবো।

তাদের সঙ্গে আলাপ করে চুনারুঘাট রওয়ানা হওয়ার জন্য ফের স্টেশন রোডের দিকে রওয়ানা হলে পেছন থেকে মোস্তফা কামাল বলেন, ভোট আসে, তারাও আসে, ভোট যায়, তারাও নাই!

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
এইচএ/এএ

** ভেতর-বাইরের ‘খেলায়’ কোণঠাসা আ’লীগ
** ভোটের আগেই ‘খুশি’ বিলাবেন প্রার্থীরা!
** আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ
** শোর উঠেছে ধানের শীষের, ভোট পড়বে নৌকায়
** আ’লীগের ভরসা ইমেজ, বিএনপির ভরসা প্রতীক
** নৌকায় ভাঙছে বিভেদের দেয়াল
** ‘রাজা’ ‘বখত’ নয়, এবার লড়াই দলীয়
** নৌকা-ধানের শীষ নয়, লড়াই কালাম-শামছুর
** ছাতকে ‘ফ্রি চা-পানি’, মিলছে ‘টেকা-টুকা’ও
**  জকিগঞ্জবাসীর দুঃখগাঁথা
** ওপারে শীতের চাদর, এপারে নির্বাচনী উত্তাপ
** বছর ধইরা মাঠ ঠিক করছি, এখন সরতাম কিতার লাগি
** লাখ লাখ টেকার ভুট এক হাজারে বেচিয়া কতদিন খাইবা?
** এখানে কুনো ভুটো কারচুপি অইছে না

** ডিজিটাল রেল, সময়ানুবর্তী রেল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।