ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

আচরণবিধি লঙ্ঘন

আলমডাঙ্গায় বিএনপি সমর্থককে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
আলমডাঙ্গায় বিএনপি সমর্থককে জরিমানা

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নয়ন নামে বিএনপি (ধানের শীষ) প্রার্থীর এক সমর্থককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৮ ডিসেম্বর) রাত সোয়া ৯টার দিকে আলমডাঙ্গা পৌর শহরে মাপের চেয়ে বড় (মাত্রাতিরিক্ত) ব্যানার টাঙানোর দায়ে এ জরিমানা করা হয়।



প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে বিএনপি মনোনীত আলমডাঙ্গা পৌর মেয়র প্রার্থী মীর মহি উদ্দীনের এক সমর্থক শহরের বিভিন্ন স্থানে মাপের চেয়ে বড় (মাত্রাতিরিক্ত) ব্যানার টাঙাতে থাকেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা উপজেলা ভূমি কর্মকর্তা (এসি ল্যান্ড) সোনিয়া হাসান ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপযুক্ত প্রমাণ সাপেক্ষে তাকে এক মাসের কারাদণ্ড অথবা ১০ হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সোনিয়া হাসান বাংলানিউজকে জানান, আচারণবিধি লঙ্ঘনের অভিযোগে নয়নকে এক মাসের সশ্রম কারাদণ্ড অথবা ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অভিযুক্ত নয়ন ঘটনাস্থলেই ১০ হাজার টাকা দিলে তাকে ছেড়ে দেওয়া হয়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২৩১২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।