ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

সাতক্ষীরায় কাউন্সিলর প্রার্থীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
সাতক্ষীরায় কাউন্সিলর প্রার্থীকে জরিমানা

সাতক্ষীরা: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে সাতক্ষীরা পৌরসভার ২নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ওসমান গণিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তাকে সাতক্ষীরা পৌরসভা নির্বাচনের ভারপ্রাপ্ত রিটার্নিং অফিসার মনিরা সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।



এবিষয়ে সাতক্ষীরা পৌরসভা নির্বাচনের ভারপ্রাপ্ত রিটার্নিং অফিসার মনিরা সুলতানা বাংলানিউজকে বলেন, ওসমান গণি শহরের ফুড গোডাউন মোড়ে ভোটারদের মধ্যে গেঞ্জি বিতরণ করছিলেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পান। এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন আইনের ১৭/ক ধারায় তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

তবে এবিষয়ে জানতে চাইলে কাউন্সিলর প্রার্থী ওসমান গণি বলেন, ওই এলাকায় একটি ছেলে ফেরি করে গেঞ্জি বিক্রি করছিল। ষড়যন্ত্রমূলকভাবে তাকে দিয়ে আমার নাম বলানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।