ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

পাইকগাছায় বিএনপি মেয়র প্রার্থীর বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
পাইকগাছায় বিএনপি মেয়র প্রার্থীর বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: আসন্ন পাইকগাছা পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট জিএম আব্দুস সাত্তার নির্বাচনী এলাকায় বহিরাগতদের সমবেত করে প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।

বিভিন্ন গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিম জাহাঙ্গীর এ অভিযোগ করেন।



বর্তমান মেয়র সেলিম জাহাঙ্গীর রোববার (২০ ডিসেম্বর) পৌর সদরের বিভিন্ন স্থানে নৌকা প্রতীকের গণসংযোগ করার সময় গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে বলেন, পৌর নির্বাচনের অতীত ঐতিহ্য শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করতে বিএনপির প্রার্থী অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। বিগত নির্বাচনের ১৩১ ভোটের পরিসংখ্যান অনুযায়ী, এবারের নির্বাচনেও পরাজয় নিশ্চিত ভেবে বিএনপির প্রার্থী সাত্তার নৌকা প্রতীকের বিরুদ্ধে অপপ্রচার ছড়াচ্ছে।

পাশাপাশি তিনি খুলনা, সাতক্ষীরাসহ বিভিন্ন স্থানের বহিরাগতদের নির্বাচনী এলাকায় সমবেত করে প্রভাব বিস্তার করার অপচেষ্টা চালাচ্ছেন বলেও অভিযোগ করেন।

বিগত ৫ বছরে পৌরসভাকে (গ) শ্রেণি থেকে (খ) শ্রেণিতে উন্নতিকরণ, সুপেয় পানির সু-ব্যবস্থা, সড়কবাতি স্থাপন ও মানুষের দোড়গোড়ায় বিদ্যুৎ পৌঁছে দেওয়ায় বিগত নির্বাচনের মতো এবারের নির্বাচনেও পৌরবাসী নৌকা প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এমন অভিযোগের ভিত্তিতে বিএনপি প্রার্থী আব্দুস সাত্তারের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

পাইকগাছা পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিম জাহাঙ্গীর নৌকা, বিএনপির অ্যাডভোকেট জিএম আব্দুস সাত্তার ধানের শীষ এবং স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা অ্যাডভোকেট আব্দুল মজিদ গাজী নারকেল গাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ পৌরসভায় মেয়র পদে ৩ জন, সাধারণ আসনের কাউন্সিলর পদে ৩৫ জন এবং সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা,  ডিসেম্বর ২০, ২০১৫
এমআরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।