ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

যশোরে প্রার্থীদের নিয়ে প্রশাসনের ব্রিফিং

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
যশোরে প্রার্থীদের নিয়ে প্রশাসনের ব্রিফিং

যশোর: যশোরে পৌরসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রার্থীদের নিয়ে ব্রিফিং করেছে জেলা প্রশাসন।

সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে ব্রিফিংকালে প্রশাসনের কর্মকর্তারা জানান, নির্বাচনকে প্রভাবমুক্ত রাখতে করণীয় সবকিছু করা হবে।



এ সময় বক্তব্য রাখেন, যশোরের জেলা প্রশাসক ড. মো. হুমায়ুন কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সাবিনা ইয়াসমীন এবং অতিরিক্ত পুলিশ সুপার কেএম আরিফুল হক।

ব্রিফিংকালে যশোর পৌরসভা নির্বাচনে ৪ মেয়র প্রার্থী আওয়ামী লীগের জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, বিএনপির মারুফুল ইসলাম মারুফ, স্বতন্ত্র প্রার্থী এসএস কামরুজ্জামান চুন্নু ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মোহাম্মদ আলী ছাড়াও ৪১ জন কাউন্সিলর ও ১২ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।