ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

নির্বাচন

যশোরে স্বতন্ত্র মেয়র প্রার্থীর কার্যালয় ভাঙচুরের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৩, ডিসেম্বর ২১, ২০১৫
যশোরে স্বতন্ত্র মেয়র প্রার্থীর কার্যালয় ভাঙচুরের অভিযোগ

যশোর: যশোর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এস এম কামরুজ্জামান চুন্নু তার নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ করেছেন।
 
সোমবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় রিটার্নিং অফিসারের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ করেন তিনি।


 
হামলা ও ভাঙচুরের সময় আওয়ামী লীগ দলীয় প্রার্থী জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলেও অভিযোগে উল্লেখ করেছেন কামরুজ্জামান চুন্নু।  
 
লিখিত অভিযোগে চুন্নু দাবি করেন, হামলাকারীরা কার্যালয়ের চেয়ার-টেবিল ও বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর করে ও ছিড়ে ফেলে। এ সময় তারা চুন্নুর নির্বাচনী অফিসের কর্মকর্তা মুকুলকে মারধর করে।  
 
এদিকে, দুপুর আড়াইটার দিকে শহরের ঘোপ এলাকায় কামরুজ্জামান চুন্নুর প্রচার মাইক আটকে সংযোগ বিচ্ছিন্ন করে দেয় রেন্টু চাকলাদারের কর্মীরা। তারা প্রচারকর্মীকে মারধর করতে উদ্যত হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫     
এমজেড/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।