ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

নির্বাচন

গফরগাঁও ও রাণীশংকৈল পৌর নির্বাচনে বাধা নেই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৬, ডিসেম্বর ২৪, ২০১৫
গফরগাঁও ও রাণীশংকৈল পৌর নির্বাচনে বাধা নেই

ঢাকা: ময়মনসিংহের গফরগাঁও ও ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভার নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি।

এর ফলে ৩০ ডিসেম্বর পৌরসভা দু’টির নির্বাচন হতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।


 
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) হাইকোর্টের স্থগিতাদেশ ছয় সপ্তাহের জন্য স্থগিত করে আদেশ দেন অবকাশকালীন চেম্বার বিচারপতি মোহাম্মদ ইমান আলীর আদালত।

সীমানা জটিলতার কারণে গত ২২ ডিসেম্বর গফরগাঁও ও ০৯ ডিসেম্বর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভার নির্বাচন স্থগিত করেন হাইকোর্ট। নির্বাচন স্থগিত চেয়ে পৃথক পৃথক রিট আবেদনের শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যার্টনি জেনারেল মুরাদ রেজা। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যার্টনি জেনারেল ইকরামুল হক টুটুল।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।