ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

ঈশ্বরদী পৌর বিএনপির দুই নেতা বহিষ্কার

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
ঈশ্বরদী পৌর বিএনপির দুই নেতা বহিষ্কার বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু

ঈশ্বরদী: ঈশ্বরদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু ও সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় পাবনা জেলা বিএনপি সভাপতি মেজর (অব.) কে এস মাহমুদ ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান তোতা সাক্ষরিত এ সংক্রান্ত এক চিঠিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছে।



পাবনা জেলা বিএনপির দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম বাংলানিউজকে জানান, দলীয় সিদ্ধান্ত অমান্য করে ঈশ্বরদী পৌরসভা নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী মকলেছুর রহমান বাবলু ও ধানের শীষ প্রতীকের বিরুদ্ধে তারা দু’জন দলীয় স্বার্থ পরিপন্থি কর্মকাণ্ড করছিলেন।

এরইমধ্যে তাদের এ বিষয়ে কারণ দর্শানো নোটিশসহ সতর্ক করা হলেও তারা দলের ঊর্ধ্বতন নেতাদের নির্দেশনা অমান্য করে দলের স্বার্থ পরিপন্থি অসাংগঠনিক কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন।

এ কারণে তাদের দু’জনকে পদসহ দলের সব সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।