ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

কুমিল্লার চান্দিনায় বিজিবি মোতায়েন

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
কুমিল্লার চান্দিনায় বিজিবি মোতায়েন

চান্দিনা (কুমিল্লা): পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কুমিল্লা জেলার চান্দিনায় পুলিশের পাশাপাশি নির্বাচনী এলাকায় র‌্যাব ও বিজিবি অবস্থান নিয়েছে।

সোমবার (২৮ ডিসেম্বর) দিনব্যাপী পৌর এলাকার বিভিন্ন ভোট কেন্দ্র থেকে শুরু করে গুরুত্বপূর্ণ এলাকায় টহল দিচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।



র‌্যাব-১১ কুমিল্লা অঞ্চলের কমান্ডার মেজর মোহাম্মদ খোরশেদ আলম জানান, প্রতিটি পৌরসভায় র‌্যাবের ৭ সদস্য বিশিষ্ট্য ২টি টহল টিম পাঠানো হয়েছে। একইভাবে চান্দিনা পৌর এলাকাতেও ১৪ সদস্যের টিম পাঠানো হয়েছে।

অন্যদিকে চান্দিনা পৌরসভায় ৩২ জন বিজিবি সদস্য টহল দিচ্ছেন বলে জানান, বিজিবি ১০ কুমিল্লা অঞ্চলের কমান্ডার লে. কর্ণেল মোখলেছুর রহমান।

বাংলাদেশ সময়: ০৫৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।