ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

জয়পুরহাটের ৩ পৌরসভায় ২৮ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
জয়পুরহাটের ৩ পৌরসভায় ২৮ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

জয়পুরহাট: সীমান্তবর্তী জয়পুরহাট জেলার তিনটি পৌরসভা জয়পুরহাট সদর, আক্কেলপুর ও কালাই পৌরসভায় মোট ৩৮টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।   এসব কেন্দ্রের মধ্যে ২৮টি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।



গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, জয়পুরহাট পৌরসভার ২০টি কেন্দ্রের মধ্যে শহরের সবুজ নগর এলাকার শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জয়পুরহাট সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় ও জয়পুরহাট সরকারি শিশু সদন ছাড়া অবশিষ্ট ১৭টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ।

এছাড়া আক্কেলপুর পৌরসভার নয়টি কেন্দ্রের মধ্যে রাজকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাস্তাবসন্তপুর শাহমখদুম (রঃ) সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সোনামুখি উচ্চ বিদ্যালয় কেন্দ্র ছাড়া অবশিষ্ট ছয়টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ।

অন্যদিকে কালাই পৌরসভার নয়টি কেন্দ্রের মধ্যে থুপসারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালাই বালিকা উচ্চ বিদ্যালয়, কালাই ডিগ্রি কলেজ ও আঁওড়া উচ্চ বিদ্যালয় ছাড়া অবশিষ্ট পাঁচটি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ বলেও উল্লেখ করেছেন গোয়েন্দা পুলিশ।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন বাংলানিউজকে জানান, সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরাও ওইসব কেন্দ্রে অবস্থান করবে।

বাংলাদেশ সময়: ০৯৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।