ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

শুরুর আগেই ভোট বন্ধ বরুড়ায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
শুরুর আগেই ভোট বন্ধ বরুড়ায়

কুমিল্লা: ভোট শুরুর আগেই ব্যালট পেপারে সিল মারার অভিযোগে কুমিল্লার বরুড়ায় একটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

সারাদেশের পৌরসভা নির্বাচনের দিন বুধবার সকালে বরুড়ায় সাবেক শিলমুড়ির উত্তর ইউনিয়ন পরিষদের ওই কেন্দ্রটিকে প্রায় ১২শ’ ব্যালটপেপার ছিনতাই করে সীল মেরে বাক্সে ভরার চেষ্টা চলছিলো।

 

সহকারী রিটার্নিং কর্মকর্তা বাংলানিউজকে বলেন,  বিষয়টি আমি জেলা প্রশাসককে অবহিত করে ভোট স্থগিতের আবেদন জানাই।

কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ হাসানুজ্জামান কল্লোল বাংলানিউজকে বলেন, ভোট শুরুর আগেই সীল মারা ব্যালট পাওয়া গেছে বলে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮২০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এসকেএস/জেডএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।