ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

নরসিংদী থেকে সেরাজুল ইসলাম, মহিউদ্দিন মাহমুদ

কেন্দ্রে কেন্দ্রে ভোট‍ারদের লম্বা লাইন

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
কেন্দ্রে কেন্দ্রে ভোট‍ারদের লম্বা লাইন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নরসিংদী থেকে: তীব্র শীত আর কুয়াশার মধ্যেই উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে নরসিংদী জেলার তিন পৌরসভায়।
 
বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও আগে থেকেই ভোটাররা এসে লাইনে দাঁড়ান।


 
নরসিংদী পৌরসভার কয়েকটি কেন্দ্র ঘুরে এ দৃশ্য দেখা যায়।

নরসিংদী পৌরসভার বৌয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা যায়, সকাল ৮টার আগেই ভোট দিতে লাইনে দাঁড়ান ভোটাররা।
 
১ নম্বর ওয়ার্ডের ভেলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দু’টি কেন্দ্র, বিলাসদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাসাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২ নম্বর ওর্য়াডের ব্রাহ্মন্দী কে কে এম সরকারি উচ্চ বিদ্যালয়ের দু’টি কেন্দ্র ঘুরেও দেখা গেছে, সকাল ৮টার আগে থেকে লোকজন কেন্দ্রগুলোতে আসতে শুরু করেন।
 
শুরুর দিকে পুরুষ ভোটারদের উপস্থিতিই বেশি চোখে পড়ছে।
 
৭টা থেকে প্রার্থীদের এজেন্টরা কেন্দ্রগুলোতে এসে জড়ো হন। মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের কর্মী-সমর্থকরাও নির্বাচনী মাঠে তৎপর রয়েছেন। যে যার দলের ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে আসা নিশ্চিত করার চেষ্টা করছেন।
 
ব্রাহ্মন্দী কে কে এম সরকারি উচ্চ বিদ্যালয়ে বিএনপির নেতাকর্মীদের বেশি সরব দেখা গেছে। সেখানে জেলা বিএনরি সদস্য জেসমিন আরা বেগম বাংলানিউজকে বলেন, শান্তিপূর্ণভাবে নির্বাচন শুরু হয়েছে। এখানে সকাল ৭টা থেকে আমাদের নেতাকর্মীরা রয়েছেন।
 
নরসিংদী জেলার অন্য দু’টি পৌরসভা মাধবদী ও মনোহরদীতেও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। এ দু’টি এলাকাতেও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।
 
নির্বাচনকে ঘিরে পৌরসভাগুলোতে উৎসবের আমেজ বিরাজ করছে। পোস্টারে পোস্টারে ছেয়ে আছে এসব এলাকার ভোটকেন্দ্রগুলো।
 
নরসিংদী পৌরসভায় নয়টি সাধারণ ওয়ার্ডে ৮৭ হাজার ২৩ জন ভোটার রয়েছেন। যার মধ্যে পুরুষ ভোটার ৪৩ হাজার ৩৭৮ জন ও নারী ভোটার রয়েছেন ৪৩ হাজার ৬৪৫ জন। ভোটকেন্দ্র রয়েছে ৩৪টি।
 
নরসিংদীতে মেয়র প্রার্থী ৬ জন।

তারা হলেন নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী মো. কামরুজ্জামান, ধানের শীষ প্রতীকে বিএনপির মোহাম্মদ সাইফুল ইসলাম, বাইসাইকেল প্রতীকে জাতীয় পার্টি (জেপি) ছাদেকুর রহমান, আম প্রতীকে ন্যাশনাল পিপল্‌স পার্টির (এনপিপি) ফারজানা আক্তার এবং মোবাইল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী এস এম কাইয়্যুম।
 
নরসিংদী পৌরসভার রির্টানিং অফিসার সুরাইয়া বেগম।
 
মাধবদী পৌরসভার ১২টি সাধারণ ওর্য়াডে মোট ভোটার ২৭ হাজার ৭০৬ জন। এর মধ্যে ১৪ হাজার ৮৭১ জন পুরুষ ও ১২ হাজার ৮৩৫ জন ভোটার রয়েছেন। এখানে ভোটকেন্দ্র ১২টি।
 
এখানে মেয়র প্রার্থী তিনজন। তারা হলেন ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী মোহাম্মদ ইলিয়াস, নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী মোশাররফ হোসেন মানিক, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের হারুনুর রশিদ।
 
মাধবদীর রির্টানিং অফিসার রফিকুল ইসলাম।
 
মনোহরদী পৌরসভার ৯টি সাধারণ ওর্য়াডে মোট ভোটার ১২ হাজার ৭০ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ৭৯৮ জন ও নারী ভোটার ৬ হাজার ২৭২ জন। এখানে কেন্দ্র ৯টি।
 
নৌকা প্রতীকে আওয়ামী লীগের আমিনুর রশিদ সুজন, ধানের শীষ প্রতীকে বিএনপির মাহমুদুল হক, লাঙল প্রতীকে জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল, নারিকেল গাছ প্রতীকে স্বতন্ত্র হিসেবে জামায়াতের অধ্যাপক আমজাদ হোসেন এবং জগ প্রতীকে সতন্ত্র প্রার্থী আব্দুল খালেক।
 
মনোহরদীর রির্টানিং অফিসার নাসরিন আক্তার।
 
বাংলাদেশ সময়: ০৮৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫   
এসআই/এমইউএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।