ঢাকা, সোমবার, ২৭ আশ্বিন ১৪৩২, ১৩ অক্টোবর ২০২৫, ২০ রবিউস সানি ১৪৪৭

নির্বাচন

গাংনীতে জালভোট দেওয়ার চেষ্টা করায় যুবকের জরিমানা (ভিডিও)

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২১, ডিসেম্বর ৩০, ২০১৫
গাংনীতে জালভোট দেওয়ার চেষ্টা করায় যুবকের জরিমানা  (ভিডিও) ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেহেরপুর: মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনে জালভোট দেওয়ার চেষ্টা করায় রাসেল হোসেন নামে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর পর সকাল ৯টার দিকে
পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের চৌগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।



অর্থদণ্ডপ্রাপ্ত রাসেল হোসেন পৌরসভার চৌগাছা গ্রামের নাহারুল ইসলামের ছেলে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল সাড়ে ৯টার দিকে ওই কেন্দ্রে জালভোট দিতে যান রাসেল। এসময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত মান্নানের কাছে ধরা পড়ে যান তিনি। এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেন।

বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।