হবিগঞ্জ থেকে: পৌরসভা নির্বাচনে হবিগঞ্জ সদর পৌরসভার টিচার্স ট্রেনিং পরীক্ষণ বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়ার পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার (৩০ ডিসেম্বর) বেলা পৌনে ২টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা যায়, সংঘর্ষের সময় দুই পক্ষের লোকজন ইটপাটকেল নিক্ষেপ করেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এ সময় পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়ে।
হবিগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) জয়দেব কুমার ভদ্র বাংলানিউজকে জানান, দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
কেন্দ্রে যথারীতি ভোটগ্রহণ চলছে বলেও জানান তিনি।
বুধবার সকাল থেকে বাংলাদেশের ২৩৪টি পৌরসভায় সকাল ৮টা থেকে একযোগে ভোটগ্রহণ শুরু হয়।
বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
বিএস