ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

ভালুকায় বিএনপি-বিদ্রোহী প্রার্থীর ভোট বর্জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
ভালুকায় বিএনপি-বিদ্রোহী প্রার্থীর ভোট বর্জন

ময়মনসিংহ: ব্যালট ছিনতাই ও কারচুপির অভিযোগে ময়মনসিংহের ভালুকা পৌরসভা  নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হাতেম খান (ধানের শীষ) ও দলটির বিদ্রোহী প্রার্থী মফিজ উদ্দিন সরকার (জগ) ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন তারা।



‍হাতেম খান বলেন, কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দেওয়া হয় এবং নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে। এজন্য আমি নির্বাচন বর্জন করেছি।

নির্বাচন কমিশনের কাছে পুনরায় নির্বাচনেরও দাবি জানান তিনি।

এর আগে বিএনপির বিদ্রোহী মেয়র প্রার্থী মফিজ উদ্দিনও (জগ) একই অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
আরএইচএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।