ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

মেয়র প্রার্থীর কর্মীদের সংঘর্ষ, পুলিশের ৩৪ রাউন্ড গুলি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
মেয়র প্রার্থীর কর্মীদের সংঘর্ষ, পুলিশের ৩৪ রাউন্ড গুলি

চাঁদপুর: চাঁদপুরের ৪টি পৌরসভা নির্বাচনে মতলব দক্ষিণ, ফরিদগঞ্জ ও হাজীগঞ্জে মেয়র প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এসব ঘটনা নিয়ন্ত্রণ আনতে পুলিশ ৩৪ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে।



সরেজমিন ও নির্বাচনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, বুধবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় মতলব পৌরসভার ২নং ওয়ার্ডের দক্ষিণ বাইশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপি-আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের মধ্যে ব্যালট বাক্স ছিনতাই নিয়ে সংঘর্ষ হয়। এ সময় পুলিশ ১৫ রাউন্ড গুলি ছুড়ে।

এদিকে, ফরিদগঞ্জ পৌরসভার কাচিয়াড়া মহিলা মাদ্রাসা কেন্দ্রে বেলা সাড়ে ১১টায় স্বতন্ত্র প্রার্থী মঞ্জিলের সমর্থকরা কেন্দ্র দখলের চেষ্টা করলে আওয়ামী লীগ প্রার্থী মাহফুজুল হকের সমর্থকদের সঙ্গে সংঘর্ষ হয়। পুলিশ এ সময় ১৩ রাউন্ড শটগানের গুলি ছুড়ে। কিছু সময় এ কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ থাকার পর পুনরায় চালু হয়।

একই পৌরসভার চরকুমিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কেন্দ্র দখল নিয়ে স্বতন্ত্র প্রার্থী মঞ্জিল ও আওয়ামী লীগের প্রার্থী মাহফুজুল হকের কর্র্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এতে ভোটাররা ভয়ে চলে গেলে প্রায় ২ ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ থাকে।

এছাড়া ওই কেন্দ্রের একটু দূরে হাইমচর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. হুমায়ুন ও সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেনের মোটরসাইকেল পুড়িয়ে দেয় স্বতন্ত্র প্রার্থী মঞ্জিলের সমর্থকরা।

অপরদিকে, দুপুরে হাজীগঞ্জ পৌরসভায় আমিন মেমোরিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কাউন্সিলর সমর্থকদের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষ হয়। এ সময় পুলিশ ৫ রাউন্ড গুলি ছুড়ে।

কচুয়া পৌরসভায় বিএনপির সমর্থকদের মাঠে সক্রিয় দেখা যায়নি। সকাল থেকে এ পৌরসভায় ভোটগ্রহণ হয়েছে সুষ্ঠুভাবে।

এসব বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মো. আতাউর রহমান বাংলানিউজকে জানান, যেখানেই অনিয়মের সংবাদ পাওয়া গেছে, সেখানেই ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।