ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

নির্বাচন

নেত্রকোনায় আ.লীগ প্রার্থী নজরুল জয়ী

ডিস্ট্রক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২৭, ডিসেম্বর ৩০, ২০১৫
নেত্রকোনায় আ.লীগ প্রার্থী নজরুল জয়ী

নেত্রকোনা : নেত্রকোনা পৌরসভায় মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম খান।
তিনি নৌকা প্রতীক নিয়ে ২৬ হাজার ৭৮৪ ভোট পেয়েছেন।



তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এস এম মনিরুজ্জামান দুদু পেয়েছেন ১১ হাজার ৮১২ ভোট।

বুধবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় পৌরসভার রিটার্নিং অফিসার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

নেত্রকোনা পৌরসভায় ২৫টি কেন্দ্রের মোট ভোটার ৫৮ হাজার ৪১৪ জন। তাদের মধ্যে নারী ভোটার ২৯ হাজার ৬৬৯ ও পুরুষ ২৮ হাজার ৭৪৫ জন।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
আরএইচএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।