ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

জাল ভোট দেওয়ার সময় সহকারী প্রিজাইডিং অফিসারসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪১ ঘণ্টা, মে ৭, ২০১৬
জাল ভোট দেওয়ার সময় সহকারী প্রিজাইডিং অফিসারসহ আটক ৩

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের জুগিরহাট হোসাইনিয়া হাফিজিয়া মাদরাসা কেন্দ্রে রাতের আঁধারে জাল ভোট দেওয়ার সময় সহকারী প্রিজাইডিং অফিসার ও ইউনিয়ন যুবলীগের সভাপতিসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (০৬ মে) দিনগত রাত দেড়টার দিকে তাদের আটক করা হয়।

এদিকে ওই ঘটনাকে কেন্দ্র করে ওই কেন্দ্রে শনিবারের (০৭ মে) চতুর্থ ধাপের ইউপি নির্বাচন স্থগিত ঘোষণা করেছেন কুমিল্লা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম।

তিনি জানান, সহকারী প্রিজাইডিং অফিসার মোবারক হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. খোরশেদ ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নাসির রাতের আধাঁরে জাল ভোট দেওয়ার সময় হাতেনাতে আটক করা হয়। পরে তাদের থানায় নিয়ে যাওয়া হয়।

আটক সহকারী প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৭৪০ ঘণ্টা, মে ০৭, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।