ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

ময়মনসিংহে নির্বাচনী সহিংসতায় আহত ৮

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, মে ৮, ২০১৬
ময়মনসিংহে নির্বাচনী সহিংসতায় আহত ৮

ময়মনসিংহ: ময়মনসিংহ সদর উপজেলায় নির্বাচনী সহিংসতায় আটজন আহত হয়েছেন।

রোববার (৮ মে) দুপুরে সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের বওলা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদে পরাজিত জমশেদের লোকজন জয়ী প্রার্থী বাবুল মাস্টারের লোকজনের ওপর দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে আটজন আহত হন।

আহত ব্যক্তিরা হলেন- ওমর ফারুক (৩২), মুক্তার হোসেন (৫০), ফাহিম (৩৫), মঞ্জুরুল (২৩), মোকসেদুল হক (৩০), মিয়া হোসেন (২০), শাহজাহান (৪৫) ও এনামুল হক (২৮)।

পরে এনামুল হককে সংকটাপন্ন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বাংলানিউজকে জানান, দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে একটু সমস্যা হয়েছিলো। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, মে ০৮, ২০১৬
এমএএএম/আরআইএস/কেআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।