ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

গফরগাঁওয়ে বিএনপি প্রার্থীর ভোট বর্জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, জুন ৪, ২০১৬
গফরগাঁওয়ে বিএনপি প্রার্থীর ভোট বর্জন

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁওয়ের লংগাইর ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপি প্রার্থী আব্দুল হামিদ ভোট বর্জন করেছেন।

আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আল আমিন বিপ্লবের সমর্থকরা ১০টি ভোটকেন্দ্র দখল করে জাল ভোট এবং সব ভোটকেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেওয়ায় তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।

শনিবার (০৪ জুন) সকাল সাড়ে ১১টার দিকে তিনি এ ভোট বর্জনের ঘোষণা দেন।

বিএনপি প্রার্থী আব্দুল হামিদ অভিযোগ করে বলেন, স্থানীয় সংসদ সদস্যের নির্দেশে এপিএস মাসুদুর রহমান সোহেলের নেতৃত্বে অস্ত্র নিয়ে আওয়ামী লীগের ক্যাডাররা দু’টি ভোটকেন্দ্রে আমার এজেন্টদের বের করে দেয়। পরে একইভাবে পুলিশের সামনেই ৮টি ভোটকেন্দ্রে আমার এজেন্টদের বের করে দিয়ে সিল মেরেছে। সে সময় কামাল হোসেন নামে আমার এক কর্মীকে উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ক্যাডাররা বেঁধে রাখে।

নামালংগাইল ও হাফিজিয়া মাদ্রাসার দু’টি ভোটকেন্দ্রে আওয়ামী লীগ ক্যাডাররা ১০/১৫ রাউন্ড ফাঁকা গুলি ও ককটেল নিক্ষেপ করেছে বলেও অভিযোগ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, জুন ০৪, ২০১৬
এমএএএম/এএটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।