ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

ময়মনসিংহ চেয়ারম্যান নির্বাচিত হলেন ইউসুফ খান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
ময়মনসিংহ চেয়ারম্যান নির্বাচিত হলেন ইউসুফ খান

ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনে চেযারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অধ্যাপক ইউসুফ খান পাঠান (আনারস) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

ময়মনসিংহ: ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনে চেযারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অধ্যাপক ইউসুফ খান পাঠান (আনারস) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বুধবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান এ ফলাফল ঘোষণা করেন।

এ নির্বাচনে অধ্যাপক ইউসুফ খান পাঠান (আনারস) পেয়েছেন ১ হাজার ৭৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (চশমা) প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ফখরুল আলম বাপ্পী চৌধুরী পেয়েছেন ২৮৮ ভোট। আর মোটর (সাইকেল) প্রতীকের আরেক স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন ৩৩ ভোট।

ডিসি খলিলুর রহমান জানান, এ নির্বাচনে মোট ভোটার ছিল ২ হাজার ৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ৫৮৫, মহিলা ভোটার ৪৮৫। তবে, এদিন ভোট পড়েছে ২ হাজার ৬৫টি।

এদিকে, অধ্যাপক ইউসুফ খান পাঠান বেসরকারিভাবে নির্বাচিত হওয়ায় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সরকার দলীয় সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল, ময়মনসিংহ পৌরসভার মেয়র, আওয়ামী লীগ নেতা ইকরামুল হক টিটু, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত, প্রেসক্লাব ময়মনসিংহের সাধারণ সম্পাদক মো. শামসুল আলম খান অভিনন্দন জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
এমএএএম/জিপি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।