ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

‘বর্তমান ইসির মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪১ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
 ‘বর্তমান ইসির মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়’ বিএনপির সদস্য সংগ্রহ অনুষ্ঠানে ব্যারিস্টার সাকিলা

ঢাকা: বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) মাধ্যমে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি নেত্রী ব্যারিস্টার সাকিলা ফারজানা। তাই জনগণের চাহিদা অনুযায়ী অবিলম্বে সহায়ক সরকারের মাধ্যমে আগামী সংসদ নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন এ নেত্রী। 

শনিবার (১৯ আগস্ট) সকালে হাটহাজারী সদরে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।  

হাটহাজারী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

ব্যারিস্টার সাকিলা বলেন, ‘ষোড়শ সংশোধনী রায় বাতিলের মাধ্যমে আওয়ামী সরকারের নৈতিক পরাজয় হয়েছে। এই অবৈধ সরকার অগণতান্ত্রিক পন্থায় ক্ষমতায় এসেছিলো বলেই প্রথম থেকে আমরা এই সরকারকে অবৈধ এবং সংসদকেও অবৈধ বলে আসছিলাম। আজকে ষোড়শ সংশোধনী রায় বাতিলের মাধ্যমে তা প্রমাণিত হয়েছে। এই অবৈধ সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না। এই অবৈধ সরকার দেশের প্রতিষ্ঠিত গণতন্ত্র কে হত্যা করেছে এবং দেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে। তারা গণতন্ত্রের শত্রু। তাই অবিলম্বে এই অবৈধ সংসদ ভেঙ্গে দিয়ে নির্বাচনকালীন একটি সহায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।  

তিনি আরো বলেন, বিএনপির সদস্য সংগ্রহ অভিযান অব্যাহত থাকবে। ১৮ বছরের অধিক এবং পুরানো সদস্য নবায়ননের মাধ্যমে তৃণমূল রাজনীতিকে আরো শক্তিশালী করে গড়ে তোলা হবে। সংগঠনের কাঠামো শক্তিশালী করার মাধ্যমে আগামী দিনে স্বৈরশাসক আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে জোরালো অবস্থান গড়ে তোলার মধ্যদিয়ে সরকারের পতন নিশ্চিত করা হবে।
 
সাকিলা বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে কালো অধ্যায়ের সূচনা ঘটিয়েছে। প্রশাসনকে অবৈধভাবে ব্যবহার করে, সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ দলীয় প্রভাবের আওতায় এনে প্রশাসন এবং জনগণের মধ্যে বিভেদ গড়ে তুলেছে। উন্নয়নের নামে মহালুটে ব্যস্ত আওয়ামী স্বৈরাচারী সরকার। যেখানে গণতন্ত্র নেই, জনগণের বাক স্বাধীনতা নেই, মিটিং মিছিল করার অধিকার নেই সেখানে উন্নয়ন হচ্ছে কাল্পনিক বস্তু। উন্নয়নের দোহাই দিয়ে আওয়ামী লীগ সরকার বেশিদিন ঠিকতে পারবে না। কারণ তাদের পায়ের নিচে মাটি নেই। যে কোনো সময় কালবৈশাখী ঝড়ে তাদের সকল স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হতে পারে। সামনে বিএনপির সুদিন আসছে। আওয়ামী সরকারকে বিতাড়িত করতে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ’
 

প্রবীণ বিএনপি নেতা আবু বক্কর মানু এতে সভাপতিত্বে ও হাটহাজারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রেজোয়ান নূর সিদ্দিকী উজ্জ্বলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন-  হাটহাজারী বিএনপির যুগ্ম আহ্বায়ক হাকিম উদ্দিন, সদস্য মোস্তফা আলম মাসুম, গাজী মোরশেদুল আলম, পাহাড়তলী বিএনপির সভাপতি গাজী ইউসুফ, নাঙ্গলমোড়া বিএনপির সভাপতি হাজী হারুন চৌধুরী, চিকনদন্ডি বিএনপির সভাপতি সৈয়দ মো.মহসীন, মির্জাপুর বিএনপির সভাপতি নুরুল বশর, সাধারণ সম্পাদক জাকির মেম্বার, নাজিম উদ্দিন, সৈয়দ ইকবাল, থানা যুবদলের আহ্বায়ক শাহেদুল আজম শাহেদ, আরিফুর রহমান, উপজেলা জাসাস সভাপতি খোরশেদুল আলম শিমুল, ধলই বিএনপির আবদুল্লাহ আল ফারুক।  

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জসীম উদ্দিন মেম্বার, বাবুল মেম্বার, মোহাম্মদ দৌলত, সোহেল রানা, হাবিব লিটন, নিজাম উদ্দিন,একরাম চৌধুরী, ধলই যুবদলের সভাপতি রবি চৌধুরী, মির্জাপুর যুবদলের সাধারণ সম্পাদক নুরুল করিম, নাঙ্গলমোড়া যুবদলের সভাপতি ডা. আজম, গুমানমর্দ্দন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ হেলাল, মো.ইলিয়াছ, শিকারপুর যুবদলের সভাপতি খায়রুল ইসলাম, গড়দুয়ারা যুবদলের সভাপতি মো.ওবাইদুল্লাহ, হাটহাজারী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম জাহেদ, সদস্য সচিব গাজী মুবিন, জিএম এমদাদা উল্লাহ, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তসিফ মনি, হাসান মুরাদ চৌধুরী প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।